‘৪০০ আসনের ৩০০ পেয়ে জাতীয় সরকার গঠন করবে এনসিপি’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী
রাজনীতি
0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তাবিত ৪০০ আসনের মধ্যে ৩০০ পেয়ে জাতীয় সরকার গঠন করবে এনসিপি বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

আজ (রোববার, ২২ জুন) বিকেলে নির্বাচন ভবনে দলের নিবন্ধনের আবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

এসময় দলের সদস্য সচিব আখতার হোসেন জানান, আরপিও অনুযায়ী দল নিবন্ধনের শর্ত পূরণ করেই আবেদন দাখিল করেছে এনসিপি। দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ চাওয়া হয়েছে।

দলটির নেতৃবৃন্দ ইসির পুনর্গঠন চায় জানিয়ে বলেন, ইসির পুনর্গঠন না হওয়ার উপায় নেই। জনগণের দাবির প্রেক্ষিতে তা হবে বলে আশাবাদী।

এনএইচ