তিনি বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সামনে এখন অগ্নিপরীক্ষা। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন নিশ্চিত করতে হবে। যদি সরকারের ভেতরে কেউ প্রবেশ করে নির্বাচন বানচালের চেষ্টা করে, জনগণ তা প্রতিহত করবে।’
২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে দায়িত্বরত নির্বাচন কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্ব না দেওয়ার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে জয়নুল আবদিন বলেন, ‘গতকাল সাবেক দুই নির্বাচন কমিশনারের গ্রেপ্তারই প্রমাণ করে কেউ আর জোর করে ক্ষমতা দখল করতে পারবে না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে এমন প্রশংসনীয় পদক্ষেপের জন্য স্বাগত জানাই।’
এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আশা করি, নির্বাচন কমিশন এমন কোনো বিতর্কিত সিদ্ধান্ত নেবে না, যাতে নির্বাচন বিতর্কিত হয়।’
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘শাপলা জাতীয় প্রতীক। এটি কোনো ব্যক্তি বা দলের হতে পারে না। এই প্রতীক কাউকে বরাদ্দ দেওয়া জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।’