‘ক্ষমতা দেখে নয়, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে’

রুহুল কবির রিজভী
রাজনীতি
0

ক্ষমতা দেখে নয়, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড, রুহুল কবির রিজভী। আজ (বুধবার, ২৫ জুন) নয়াপল্টনে 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

৫ আগস্টের পর সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারকে করতে হবে উল্লেখ করে রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের আরো তৎপর হওয়া উচিত।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপি স্পষ্ট অবস্থান; আগে জাতীয়, পরে স্থানীয় সরকার নির্বাচন।’

এসময় জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪ জনকে আর্থিক সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন।

এনএইচ