বিএনপির ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ অনুষ্ঠান শুরু, নেই এনসিপি

জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক অনুষ্ঠান
রাজনীতি
2

শহীদ পরিবার ও আহতদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপি আয়োজিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠান। আজ (মঙ্গলবার, ১ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও পেশাজীবী প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্যোগে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ জনতা পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ, গণফোরাম, নাগরিক ঐক্যসহ অধিকাংশ রাজনৈতিক দল। তবে, এই আয়োজনে নেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনএইচ