পরে তারা কোর্ট স্টেশন এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করেন। নির্বাচনের ফল বাতিল ও জেলা বিএনপির আহবায়ক কমিটি ভেঙে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ও কাফনের কাপড় গায়ে জড়িয়ে এ কর্মসূচিতে অংশ নেন তারা।
এসময় পৌর বিএনপির কাউন্সিলে ভোট কারচুপির অভিযোগ তুলে আখতারুজ্জামান কাজল মাজমাদার বলেন, ‘আগে থেকেই এ নির্বাচন নিয়ে নেতাকর্মীদের মনে সংশয় ছিল। তবুও দলের ঐক্যের স্বার্থে আমরা নির্বাচনের অংশ নিয়েছিলাম। কিন্তু আমাদের আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন সম্পন্ন করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা এ অনিয়ম ও ত্রুটিপূর্ণ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করছি এবং পুনরায় নির্বাচনের দাবি করছি।’
এসময় জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতারা এ কর্মসূচিতে অংশ নেয়।