ভোট কারচুপির অভিযোগে কুষ্টিয়ায় জেলা বিএনপির কার্যালয় ঘেরাও

কুষ্টিয়ায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান
এখন জনপদে
রাজনীতি
0

কুষ্টিয়া পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলনে ভোট কারচুপির অভিযোগে জেলা বিএনপি কার্যালয় ঘেরাও করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। আজ (মঙ্গলবার, ১ জুলাই) পরাজিত সভাপতি প্রার্থী আখতারুজ্জামান কাজল মাজমাদারের সমর্থকরা বেলা সাড়ে ১১টায় শহরের ইসলামিয়া কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

পরে তারা কোর্ট স্টেশন এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করেন। নির্বাচনের ফল বাতিল ও জেলা বিএনপির আহবায়ক কমিটি ভেঙে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ও কাফনের কাপড় গায়ে জড়িয়ে এ কর্মসূচিতে অংশ নেন তারা।

এসময় পৌর বিএনপির কাউন্সিলে ভোট কারচুপির অভিযোগ তুলে আখতারুজ্জামান কাজল মাজমাদার বলেন, ‘আগে থেকেই এ নির্বাচন নিয়ে নেতাকর্মীদের মনে সংশয় ছিল। তবুও দলের ঐক্যের স্বার্থে আমরা নির্বাচনের অংশ নিয়েছিলাম। কিন্তু আমাদের আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন সম্পন্ন করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা এ অনিয়ম ও ত্রুটিপূর্ণ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করছি এবং পুনরায় নির্বাচনের দাবি করছি।’

এসময় জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতারা এ কর্মসূচিতে অংশ নেয়।

এএইচ