সংখ্যানুপাতিক নির্বাচন দাবির সমাবেশ বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র: জয়নুল আবদিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক
রাজনীতি
2

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে সমাবেশ প্রমাণ করে বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ (বুধবার, ২ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় নাগরিকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘লন্ডন বৈঠক সবার প্রত্যাশায় পূরণ হওয়ায় ষড়যন্ত্র করতেই নতুন করে পিআর ছাড়া সংস্কার হবে না বলে দাবি করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের এগারো মাস পার হলেও এখনো সংস্কার শেষ করতে পারেনি।’

কবে নাগাদ সংস্কার শেষ হবে প্রশ্ন রেখে তিনি আরো বলেন, ‘দেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আত্মবিশ্বাস জন্মেছে।’ এসময় আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যেই নির্বাচনের দাবি জানান তিনি।

এএইচ