‘সংখ্যানুপাত নির্বাচন ব্যবস্থায় যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন’

আমীর খসরু মাহমুদ চৌধুরী
রাজনীতি
1

সংখ্যানুপাত নির্বাচন ব্যবস্থায় যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, যেকোনো মৌলিক পরিবর্তনের জন্য জনগণের ভোটে নির্বাচিত সংসদ প্রয়োজন। আজ (বুধবার, ২ জুলাই) লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ জন অধিকার পার্টি, বিজেপি, আমজনতার দল ও গণতান্ত্রিক বাম দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা। এতে সভাপতিত্ব করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘এত বড় একটা (সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন) পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। আমরা যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সব দলগুলো ঐক্যমত হয়ে, সংসদে সেটা পাস করতে হয়েছে। এটা কোনো দলের ইচ্ছা থাকলে তাদের মতামতের উপর শ্রদ্ধা রেখেই বলছি, জনগণের কাছ থেকে তারা যেন সেই ম্যান্ডেড নিয়ে সংসদে আসে। যেকোনো বিষয়ে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে সেটা সংসদে নিয়ে, সংসদের মাধ্যমে পাশ করতে হবে। এই পর্যায়ে এটা কোনো আলোচনার বিষয় হতে পারে না।’

আরো পড়ুন:

বৈঠক শেষে শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ‘সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি দেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। এর আড়ালে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে।’

এ ছাড়া জুলাই সনদ প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল জুলাই সনদ ঘোষণা করলে তা হবে দলীয়।’

এসএস