‘নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ বিপদের মুখে পড়বে’

নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের
রাজনীতি
0

আগামী নির্বাচন এদেশের গণতন্ত্রের জন্য অ্যাসিড টেস্ট। নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ বিপদের মুখে পড়বে বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের। আজ (বুধবার, ৯ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আগামী নির্বাচন সত্যের পক্ষে এবং ইসলামী শক্তির জোট হবে বলে জানিয়েছেন জামায়াতের এ নেতা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে।

জামায়াত একটি আদর্শ, স্টিগমা দিয়ে এ দলকে দাবিয়ে রাখা যাবে না। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘হাসিনা মার্কা নির্বাচন প্রতিহত করতে প্রতিটি কেন্দ্রে দেশপ্রেমিক জনগণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

সেজু