‘সম্প্রতি যে চাঁদাবাজি বেড়েছে তার বিরুদ্ধে ছোট-বড় সব দলকে রুখে দাঁড়াতে হবে’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান
রাজনীতি
0

সম্প্রতি যে চাঁদাবাজি বেড়েছে তার বিরুদ্ধে ছোট বড় সব দলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ (সোমবার, ১৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মুজিবুর রহমান বলেন, ‘সম্প্রতি যে চাঁদাবাজি বেড়েছে তার বিরুদ্ধে ছোট বড় সব দলকে রুখে দাঁড়াতে হবে।’ এছাড়া চরিত্রহীন শিক্ষিত লোকেরাই কেবল চাঁদাবাজি, খুন, গুম, ধর্ষণ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘দেশে যতগুলো শিক্ষানীতি হয়েছে, তা মানুষ তৈরির শিক্ষানীতি না। শিক্ষানীতি হতে হবে মানুষের চরিত্র তৈরির জন্য।’ 

দেশের শিক্ষাব্যবস্থা খুব কঠিন পরিস্থিতি পার করছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘শিক্ষকদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে সরকারকে কাজ করতে হবে।’ 

এসএইচ