পিআর পদ্ধতি না বুঝলে রাজনীতি ছেড়ে ঘুমানো উচিত: নূর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর
রাজনীতি
0

যারা পিআর পদ্ধতি বোঝেন না, তাদের রাজনীতি ছেড়ে ঘুমানো উচিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আজ (শুক্রবার, ১৮ জুলাই) বিকেলে মেরুল বাড্ডায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এসময় পরীক্ষামূলকভাবে হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি প্রয়োগের পক্ষে তার অবস্থানের কথাও জানান তিনি।

নুরুল হক নূর বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচন একটি উত্তম পদ্ধতি। এতে নির্বাচন ব্যবস্থা আরও স্থিতিশীল হবে। যারা এ পদ্ধতি বোঝেন না, তাদের রাজনীতি ছেড়ে ঘুমানো উচিত।’

তিনি বলেন, ‘গেলো বছরের ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগের পর আগস্টের পরবর্তী সময়ে অনেক দলের আচরণ আওয়ামী লীগের মতো হয়ে উঠেছে। চাঁদাবাজি, দখলদারিত্বের মধ্যেই তার প্রমাণ পাওয়া যায়।’

এ অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘গণঅভ্যুত্থান কোনো কেন্দ্রীভূত নেতৃত্বে হয়নি, বরং দেশের প্রতিটি অঞ্চলে তরুণরাই নেতৃত্ব দিয়েছে।’

এসএইচ