অসুস্থ জামায়াত আমিরকে নেয়া হয়েছে হাসপাতালে

ডা. শফিকুর রহমানকে হাসপাতালে নেয়া হচ্ছে
রাজনীতি
0

দলীয় সমাবেশে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়া জামায়াত আমির ডা. শফিকুল ইসলামকে হাসপাতালে নেয়া হয়েছে। তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। আজ (শনিবার, ১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াত আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হয়।

সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এতে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বিকেল ৫টা ২০ মিনিটে স্টেজে উঠে বক্তব্য দেয়ার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে স্টেজে লুটিয়ে পড়েন দলটির আমির। বেশ কয়েক মিনিট তিনি স্টেজে বসে থাকেন। হুট করে অসুস্থ হয়ে পড়লে উপস্থিত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তৎপর হয়ে উঠেন স্বেচ্ছাসেবকরা।

আরো পড়ুন:

এরপর দ্বিতীয় দফায় দাঁড়িয়ে কথা কথার বলার চেষ্টা করলেও ব্যর্থ হন শফিকুর রহমান। অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হন বলে জানান জামায়াত আমির। পরে তিনি স্টেজে বসে নিজের বাকি বক্তব্য চালিয়ে যান।

বক্তব্য শেষ হওয়া মাত্রই জামায়াতের আমিরকে নেয়া হয় হাসপাতালে। রক্তচাপ ও ব্লাড সুগার লেভেল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকবৃন্দ। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

আসু