নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘মিটফোর্ডের হত্যাকাণ্ড একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার জের ধরে বিএনপির ওপর দায় চাপিয়ে একটি চক্র অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে যে পথে বিএনপি হাঁটবে না।’
তিনি বলেন, ‘গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারেনি। তারা মব জাস্টিসকে ভয় পায়। মব দেখলে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। দিল্লী নয়, সবার আগে বাংলাদেশ।’
মিটফোর্ডের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি নিছক একটি ব্যবসায়িক ও বিচ্ছিন্ন ঘটনা। বিএনপি কখনোই দেশকে অস্থিতিশীল করতে চায় না।’
বিএনপিকে চাঁদাবাজের দল বলা হলে তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘বরং সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্টরাই ঘুষখোর—যারা ছাত্র প্রতিনিধি ও সচিবদের ব্যবহার করে ঘুষের বিনিময়ে কাজ আদায় করছে।’
ইশরাক বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান দ্রুত ফিরবেন। আমরা এয়ারপোর্টে তাকে বরণ করব। দেশ পুনর্গঠনে লেগে পড়ব।’ একইসঙ্গে, দেশের তরুণ রাজনীতিবিদদের মানুষের অনুভূতি ও সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে রাজনীতি করার আহ্বান জানান তিনি।