দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। এ সময় তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল এখনো শিক্ষা নেয়নি এবং তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার কাছ থেকে শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক সংস্কৃতি রপ্ত করেছে।’
তিনি বলেন, ‘দেশের মানুষ এদের মেনে নেবে না। যারা রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে অশালীন মন্তব্য করছেন এবং তাদের ব্যক্তিগত চরিত্র হননে নেমেছেন, বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ভবিষ্যৎ নেই। তিনি এই ধরনের আচরণকে অসাংবিধানিক উল্লেখ করে বলেন, তারা ভোট চায় না, তারা চায় শুধু অশান্তি।’
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলার মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মানুষ এখন তাদের মালিকানা ফিরে পেতে চায় এবং এর বাইরে তারা কিছু চায় না, আর সেজন্যই নির্বাচন প্রয়োজন।’
ঢাকা শহরে বসে কিছু জ্ঞানী লোক যদি মনে করেন তারাই বাংলাদেশ পরিবর্তন করবেন, তাহলে তারা ভুল করবেন। কারণ, সেই দায়িত্ব কাউকে দেওয়া হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।