এছাড়া বিমান বিধ্বস্তে হতাহতদের পাশে দাঁড়াতে এনসিপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা।
আজ (সোমবার, ২১ জুলাই) খাগড়াছড়িতে দলটির পদযাত্রায় এসব কথা বলেন নেতারা। এ সময় নেতারা বলেন, ‘আওয়ামী লীগ আবারো সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বেলা আড়াইটায় খাগড়াছড়ির চেঙ্গির মোড়ে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। পরে সেখান থেকেই শুরু হয় পদযাত্রা। শাপলা চত্বরে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এদিকে সভার শুরুতেই ঢাকায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানান দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। নেতাকর্মীদের এ দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। পরে হতাহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এ সময় দলটির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘৭২ এর সংবিধান সম-অধিকার নিশ্চিত করতে পারেনি। তাই নতুন সংবিধান প্রয়োজন। ২৪ এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কিছুতেই হাতছাড়া করা যাবেনা।’
খাগড়াছড়ির এ কর্মসূচির মধ্য দিয়ে আজ শেষ হলো চট্টগ্রাম অঞ্চলে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি। সাগর-নদী-পাহাড় ঘেরা ভৌগলিক বৈচিত্র্যের এ অঞ্চলের সম্ভাবনা, সমস্যা নিয়ে নিজেদের পরিকল্পনা এখানকার বাসিন্দাদের জানিয়ে গেলেন এনসিপির তরুণ নেতৃত্ব।
দীর্ঘদিনের গৎবাধা রাজনীতির বাইরে এসে নতুন যে ধারা দলটি প্রতিষ্ঠা করতে চাইছে সেই পথ বন্ধুর হলেও অসম্ভব নয় বলছেন দলটির নেতারা। এখন এ পরিবর্তনের আহ্বান সাধারণ জনগন কতটা গ্রহণ করছে তা সময়ই বলে দেবে।