গতকাল (বৃহস্পতিবার, ৩১ জুলাই) রাতে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু মুন্সী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাকিমপুর হিলি পৌর শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ স্থগিত করা হলো।’
উল্লেখ্য, গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে রিলিজ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনসহ ১০ থেকে ১২ জন চিকিৎসক মশিউর রহমানের ওপর হামলা করেন। এরপর কিছুক্ষণ চিকিৎসা সেবা বন্ধ রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সরা।