জুলাইয়ের অর্জন টিকিয়ে রাখতে রাজনৈতিক ঐক্য জরুরি: জামায়াত সেক্রেটারি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
রাজনীতি
1

জুলাইয়ের গণজাগরণের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ (শুক্রবার, ১ আগস্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘জুলাই-২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা এবং ‘২য় স্বাধীনতার শহিদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের সংস্কৃতি গড়ে তোলা এখন সময়ের দাবি।’

তিনি আরও বলেন, ‘নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান রোধে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই—এটাই জামায়াতের প্রত্যাশা।’

এনএইচ