মঞ্জু বলেন, ‘১৬ বছর স্বৈরাচারী শাসনের মধ্যে থেকেও অনেকের শিক্ষা হয়। সংস্কার প্রস্তাবে যখন ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে তখনই অনেক দল সেই সংস্কার প্রস্তাব থেকে পিছিয়ে যান।’
বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতিকে কবর জিয়ারত করতে গেলেও প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হয়। যখন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব আসে তখনই কয়েকটি দল সেই প্রস্তাবের বিরোধিতা করে। অনেকে মুখে সংস্কারের কথা বললেও বাস্তবে তা চান না।’
মঞ্জু আরও বলেন, ‘আগে বিএনপির প্রতি যে মায়া ছিল তা কমেছে।’