‘জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়’

কথা বলছেন নজরুল ইসলাম খান
রাজনীতি
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন হবে অতি শিগগিরই। তিনি বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায়-ই আমরা বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়।’ আজ (শনিবার, ২ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ছায়া সংসদে একথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।’

সংস্কারের যাত্রাই শুরু করেছে বিএনপি এটি উল্লেখ করে তিনি জানান, আমাদের মধ্যে ঐক্য কিছুটা দুর্বল হয়েছে। সেই জন্য ফ্যাসিবাদের শক্তি মাথাচাড়া দিচ্ছে।

তিনি বলেন, ‘এখনো সবখানে আওয়ামী পক্ষের লোক রয়ে গেছে।’

নানা ইস্যুতে অন্য দলগুলোর সাথে সম্প্রতি বিএনপির দূরত্ব তৈরি হয়েছে কি-না এ বিষয়ে তিনি বলেন, ‘দলগুলোর মধ্যে দূরত্ব থাকবেই, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য।’

তিনি বলেন, ‘গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ না হলে গণঅভ্যুত্থানের চেতনা প্রশ্নবিদ্ধ হবে।’

সেজু