জুলাই সনদ: কিছু শব্দ প্রয়োগ ও বাক্যগঠন ছাড়া সবকিছুতে শতভাগ একমত বিএনপি

সালাহউদ্দীন আহমদ
দেশে এখন
রাজনীতি
0

জুলাই সনদ, জাতীয় ঘোষণাপত্র ও নির্বাচনের বিষয়ে গুলশানে নিজ বাসভবনে হঠাৎ সংবাদ সম্মেলন ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ৭টি মৌলিক বিষয়ে নোট অব ডিসেন্ট, বাকি ১২টিতে সরাসরি একমত হয়েছে বিএনপি। জুলাই সনদের খসড়ায় কিছু শব্দ প্রয়োগ ও বাক্যগঠন ব্যতীত বাকি সবকিছুতে শতভাগ একমত বিএনপি।’

জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে, তা নিয়ে সবার সঙ্গে সব ধরনের আলোচনায় বসতে রাজি বিএনপি। তবে নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব না দেয়ার এনসিপির প্রস্তাব রাজনৈতিক অনভিজ্ঞতা বলে মনে করেন তিনি।

এদিকে, জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে বিএনপি আমন্ত্রণ পায়নি বলে জানান সালাহউদ্দিন আহমেদ। দাওয়াত পেলেও যাবে কি-না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে বিএনপি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা হয়তো শিগগিরই জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা দেবেন। নির্বাচন কমিশনকে না জানানোর পূর্ব পর্যন্ত অপেক্ষায় আছে বিএনপি।

সেজু