নির্বাচনের পথে আর কোনো বাধা নেই: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
রাজনীতি
2

মানুষ নির্বাচন চায়, কমিশন প্রস্তুত এবং সংস্কার কার্যক্রম সম্পন্ন হচ্ছে; কাজেই নির্বাচনের পথে আর কোনো বাধা থাকলো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ (সোমবার, ৪ আগস্ট) সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের ৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন:

নজরুল ইসলাম খান বলেন, ‘দেশে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছিল জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য। কিন্তু তা পূরণ হয়নি।’ 

সরকার নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট বার্তা শিগগিরই দেবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। একই সঙ্গে সংসদ হবে অংশগ্রহণমূলক।’

৫ তারিখ জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপি অংশ নেবে কি না সে বিষয়ে জানতে চাইলে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ বিষয়ে কোনো সুস্পষ্ট বার্তা দেননি। 

আরও পড়ুন:

উপদেষ্টা মাহফুজ আলম ১/১১ নিয়ে সামাজিক মাধ্যমে যে পোস্ট দিয়েছেন, সে বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘কিছুক্ষণ পরে আবার তিনি হয়তো পোস্ট ডিলিটও করবেন।’

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ‘এখন বিভাজন নয়, জাতীয় ঐক্য অপরিহার্য।’

এসএইচ