অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা না করলে নির্বাচন অনিশ্চয়তায় পড়বে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
রাজনীতি
0

অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে আগামী নির্বাচন অনিশ্চয়তায় পড়বে বলে মনে করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

সংস্কার নিয়ে প্রশ্নে তুলে বলেন, ‘সংস্কার করলে বিএনপি করতে পারে। কারণ সংস্কারের ইতিহাস রয়েছে দলটির ‘ এসময় তিনি গণমাধ্যমের সমালোচনা করে বলেন, ‘সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি বাড়লেও গণমাধ্যম তা সঠিক ভাবে তুলে ধরছে না। যদি সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারে তাহলে রাজনৈতিক দলগুলো তাদের কাজের প্রতি সতর্ক থাকত।’

পরে একইস্থানে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আরেক অনুষ্ঠানে বলেন, যারা পেছন থেকে ক্ষমতায় যেতে চায় তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে।

এএইচ