আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির উদ্যোগে আয়োজিত জাতীয় যুব সন্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতাদের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘বিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করে। আমরা বিশ্বাস করতে চাই, তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। এসব মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না।’
এ সময় তিনি সাম্প্রতিক প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ। সাবেক মার্কির রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিংয়ের ‘মিথ্যা সংবাদ’ প্রচারে চ্যানেল ওয়ানের গিয়াসউদ্দিন আল মামুনকে দোষারোপ করেন সারজিস।