দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিনকে বহিষ্কার

মাহিন সরকার
রাজনীতি
2

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ (সোমবার, ১৮ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনসিপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহিষ্কার করা হলো।’

আরও পড়ুন:

এ বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আদেশ বহাল থাকবে বলেও জানানো হয়।

এসএস