এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বেশ কয়েকজনের হাতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে জেলা দক্ষিণ বিএনপির অন্তর্ভুক্ত বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতারা বলেন, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন কাজ দ্রুত শেষ করতে হবে। পাশাপাশি নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। জনগণের কাছে দলের ভাবমূর্তি উজ্জল করতে কাজ করতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে নেতারা সবাইকে সতর্ক থাকার আহবান জানান।