কক্সবাজারের চকরিয়ায় বিএনপির উপজেলা সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ছিল ব্যাপক উৎসাহ–উদ্দীপনা। পাঁচ বছর পর আয়োজিত এ সম্মেলনে যোগ দেন সালাহউদ্দিন আহমদ। আশপাশের ১৮ ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজারও নেতাকর্মীর সমাগমে সম্মেলন স্থল পরিণত হয় জনসমুদ্রে।
সম্মেলন ঘিরে কলেজ মাঠ ও আশপাশের এলাকা ছেয়ে যায় তোরণ, ব্যানার, ফেস্টুন আর পোস্টারে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ পিআর পদ্ধতি চাওয়া রাজনৈতিক দলগুলোর কড়া সমালোচনা করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কেউ কেউ এখন পিআর পদ্ধতি বলে গলা ফাটাচ্ছে। পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। জনগণ ভোটের অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে। সেই অধিকার আদায় হবে ভোটের মাধ্যমেই।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য অভিযোগ করেন, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না। শেখ হাসিনার নেতৃত্বে দলটি দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের অঙ্গ সংগঠন হিসেবে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের কর্মকাণ্ড সঠিকভাবে সন্ত্রাসবাদী আইন দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। তারা সন্ত্রাসবাদী দল।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি হাসিনা আহমদসহ জেলার নেতারা।
বক্তারা সংস্কার প্রস্তাব নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি শক্ত করার আহ্বান জানান। আর ডিসেম্বরের তফসিল ঘোষণার আগে থেকেই নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।