নোটিশে বলা হয়, ফজলুর রহমান গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন এবং আত্মদানকারী শহিদদের অবমাননা করেছেন। যা দলীয় আদর্শ ও আন্দোলনের চেতনার পরিপন্থি। এতে দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বিএনপি আরও অভিযোগ করেছে, ফজলুর রহমানের বক্তব্যে জনগণের ধর্মীয় অনুভূতিও আঘাতপ্রাপ্ত হয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাড়ে চার শতাধিক বিএনপি নেতাকর্মীসহ প্রায় দেড় হাজার মানুষ শহিদ এবং ৩০ হাজারেরও বেশি আহত হন। অথচ এই ঐতিহাসিক আন্দোলন ও বীরোচিত ভূমিকাকে তিনি অবমাননা করছেন।
এ অবস্থায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নির্দেশ দেওয়া হয়েছে।