গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন জরুরি: ডা. জাহিদ হোসেন

ডা. জাহিদ হোসেন
রাজনীতি
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন অপরিহার্য। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার শিক্ষিত সদস্যদের নিয়ে গঠিত হলেও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ।

আজ (সোমবার, ২৫ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত শিক্ষা ও জনস্বাস্থ্য বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘দেশের অবনতির জন্য অশিক্ষিত নয়, বরং শিক্ষিতরাই দায়ী, কারণ অশিক্ষিতরা কখনো রাতের ভোট আয়োজন করেনি।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য খাতে পর্যাপ্ত জনবল থাকলেও দক্ষতার ঘাটতি রয়েছে। খাতটিকে সুশৃঙ্খল করতে হলে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচিতে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত খাতটিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।’ স্বাস্থ্যখাতে জবাবদিহিতা বাড়ালে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

সেমিনারে ডা. জাহিদ হোসেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণও বাড়ানোর আহ্বান জানান।

এফএস