তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নেই। সুতরাং জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাবো। বাংলাদেশের সকল নাগরিককে আহ্বান জানাবো আপনারা যে ভোটাধিকারের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন ভোটের মাধ্যমেই আপনরা আপনাদের অধিকার ফিরে পাবেন। সকল অধিকার তখনই প্রতিষ্ঠিত হবে যখন জনগণ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত জাতীয় সংসদ পাবে।’
এ সময় তিনি বলেন, ‘আমরা সাংবিধানিক সংস্কার করছি, গণতান্ত্রিক সংস্কার করছি যাতে এ দেশে আর কখনো ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। সাংবিধানিকভাবে স্বৈরতন্ত্রের প্রবর্তন না হয়, ব্যাক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন না হয়, দলীয় স্বেচ্ছাচারিতার প্রবর্তন না হয়।’
আরও পড়ুন:
দীর্ঘ ১১ বছর পর নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ সালাহউদ্দিন আহমেদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালে, জাতীয় নির্বাহী কমিটি সদস্য লুৎফুজ্জামান বাবর সহ কেন্দ্রীয় সহ স্থানীয় নেতাকর্মীরা
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি উপজেলা ১ হাজার ৫ শত ১৫ জন কাউন্সিলর সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নিবেন। উল্লেখ্য, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ২৫ অক্টোবর।