ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নতুন বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সংখ্যা লঘু বা সংখ্যাগুরু কিছু নেই। সবাই সমান।’
তিনি বলেন, ‘সব জাতিকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ গড়ে উঠবে তারেক রহমানের নেতৃত্বে।’
আরও পড়ুন:
নগরীর টাউন হল মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশের শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে হাত নেড়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর ঐতিহ্যগত নাচে গানে তারেক রহমানকে বরণ করেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্পীরা।
বৃহত্তর ময়মনসিংহসহ ১২ জেলার ৩৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রায় এক হাজার সদস্য এই জাতীয় প্রতিনিধি সমাবেশে যোগ দেন।