অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আবারও ফ্যাসিবাদী প্রতিধ্বনি শোনা যাচ্ছে। একটি গোষ্ঠী এখন নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। তারা চায় না জনগণের ভোটাধিকার ফিরে আসুক। তারা চায় না সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হোক। আওয়ামী লীগের মতো তারাও বিএনপিকে ভয় পাচ্ছে।’
তিনি বলেন, ‘বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে টিকে আছে এবং আগামীতেও টিকে থাকবে। কারণ বিএনপির শক্তি হলো দেশের সাধারণ মানুষ। জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় সম্পদ। বর্তমান সরকারও উপলব্ধি করতে পেরেছে নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই দেশের উন্নয়ন সম্ভব না। এজন্য তারাও নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছে। কিন্তু একটি গোষ্ঠী তা বানচালের চেষ্টা চালাচ্ছে।’
আরও পড়ুন:
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সদস্য মফিকুল হাসান তৃপ্তি, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ নেতারা।
সমাবেশ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। সমাবেশ ও র্যালিতে জেলার আট উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।