আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি এসময় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান।
রাশেদ খান বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে নূরুল হকের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। এছাড়া নুরের ওপর হামলার প্রতিবাদের কেন্দ্রীয় শহিদ মিনারে দ্রুততম সময়ে সব দলের উদ্যোগে একটি সর্বদলীয় প্রতিবাদ সভার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের সব পক্ষের মধ্যে ভেদাভেদ ভুলে ফের ঐক্যের ব্যাপারে সিদ্ধান্ত হয়।’
তিনি আরও বলেন, ‘নুরের ওপর হামলার ছিল একটি টেস্ট কেস। তারা বুঝতে চেয়েছে বিষয়টিতে কী ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।’
২২ দলের সর্বদলীয় এ বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ ছাড়াও অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপিসহ ২২টি দল শপথ করেন, যাতে সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকেন তারা। এছাড়াও বৈঠকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়ে সবাই একমত পোষণ করেন। একই সময়ে, শহিদ মিনারের সংহতি সমাবেশে ২২টি দলের প্রতিনিধি উপস্থিত থাকবে বলেও একমত পোষণ করা হয়।