বাংলাদেশের রাজনীতিতে মধ্যপন্থাই সর্বোত্তম পন্থা: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান
এখন জনপদে
রাজনীতি
0

বামপন্থীরা ভাঙতে জানে, গড়তে জানে না। তাই বাংলাদেশের রাজনীতিতে মধ্যপন্থাই সর্বোত্তম পন্থা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ (শুক্রবার, ৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় মুখ্য আলোচকের বক্তব্যে একথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আয়োজিত সভায় মঈন খান আরও বলেন, সাইফুর রহমান বাংলাদেশে ভ্যাট পদ্ধতি প্রচলনসহ কনজারভেটিভ অর্থনীতির পথ অনুসরণ করেছিলেন বলেই বাংলাদেশ শক্ত একটি অর্থনৈতিক ভিত্তি পেয়েছিল।

রেকর্ড সংখ্যক ১২টি বাজেটের প্রণেতা সাইফুর রহমান বাংলাদেশের আর্ত সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও তার রূহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারান বর্ষীয়ান এই রাজনীতিবিদ। ১৬তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে জেলা, মহানগর বিএনপি ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

সেজু