সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘন বিষয়ে শিবিরের সেমিনার

সাতক্ষীরা
শিবিরের সেমিনার
রাজনীতি
0

সাতক্ষীরা শহরে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) সকালে শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা শহর শাখা এ সেমিনারের আয়োজন করে।

শহর ছাত্রশিবির সভাপতি আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক সিফাতুল আলম।

বক্তারা জানান, দেশে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। রাজনৈতিক ভিন্নমত দমন, গুম, খুন, বিনা বিচারে আটক ও নির্যাতনের মতো ঘটনা মানবাধিকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা অভিযোগ করেন, বিশেষ করে সাতক্ষীরা জেলায় সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা এসব ঘটনার শিকার হচ্ছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান ও আল আমিন। তারা ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানান এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন:

সেমিনারে নির্যাতিত, আহত, পঙ্গুত্ববরণকারী ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা নিজেদের অভিজ্ঞতার কথা শোনান। তাদের বর্ণনায় উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন শাখার সম্পাদকরা, মো. নুরুন্নবী, মো. আরিফ বিল্লাহ, আবু সালেহ সাদ্দাম, আল রাজীব, হাফেজ আনিসুর রহমান, মো. আফজাল হোসেন, মুহা. মাসুদ রানা, হাফেজ ওয়ালীউল্লাহ, মো. মোর্শেদুল ইসলাম, আতিক মুজাহিদ, মো. শাহনেওয়াজ এবং মো. শামীম হোসেন।

সেমিনারে বক্তারা অবিলম্বে মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং দেশে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার দাবি জানান।

এসএস