ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি সামনে এসেছে, বিজয়ীদের অভিনন্দন: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
রাজনীতি
0

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে কিছু ত্রুটি সামনে এসেছে। তিনি এ ধরনের ত্রুটি দীর্ঘদিন ডাকসু নির্বাচন না হওয়ার কারণে হয়েছে বলে মনে করেন।

আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাকরাইলের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ছাত্রশিবির নিজেদের নামে ডাকসুতে অংশগ্রহণ করেনি, তবে গণমাধ্যমে তাদের বিজয় প্রচারিত হয়েছে। বিজয়ীদের অভিনন্দন জানাই। রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র এবং সহমর্মিতার রাজনীতির চর্চা করতে হবে। অন্যথায় স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসতে পারে।’

এসময় বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেন, ‘চবি, রাবি, জাবিসহ সব জায়গায় ছাত্রসংসদ নির্বাচনে বিএনপি চরম ঝুঁকিতে রয়েছে।’ হারানো সাম্রাজ্য উদ্ধারে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, ‘মহিলা দলকে বিপদে বিএনপি ঢাল হিসেবে ব্যবহার করা হলেও, যথাযথ মূল্যায়ন করা হয় না। প্রোগ্রামগুলোতে বসার সুযোগও সীমিত। মূল্যায়ন না হওয়ায় দেশে নারী নেতৃত্ব গড়ে ওঠে না।’

সেজু