টুকু বলেন, ‘খড়া মৌসুমে পানি না পাওয়ায় জিয়াউর রহমান খাল খননের কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করেছেন। এতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের অনেক উপকার হয়েছিলো। তারেক রহমানও বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে খাল খননের কর্মসূচি হাতে নেয়া হবে।’
তিনি বলেন, ‘নারীদের সম্মানিত করতে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। সবার বাড়িতে একটি করে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি। সেই ফ্যামিলি কার্ড থাকবে মায়েদের নামে, যাতে সংসার চালাতে সুবিধা হয়।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচিত হলে টাঙ্গাইলে কোন সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে টাঙ্গাইলের উন্নয়ন করা হবে। নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে।’
ডা. আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল হাসান প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।