‘তারেক রহমানের দেশে ফেরা-না ফেরা নিয়ে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না’

কথা বলছেন আমির খসরু
রাজনীতি
2

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বা না ফেরা নিয়ে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও তারেক রহমান দেশে ফিরবেন কিনা তা একান্ত তার ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্ত বলেও জানান তিনি।

আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, ‘যে সরকার জনগণের মন্তব্য, মতামত ও অধিকার রক্ষা করে না, তাকে কোনো প্রতিষ্ঠান বা কাঠামোর মাধ্যমে বাধ্য করা সম্ভব নয়। জবাবদিহিতা নিশ্চিত করতেই রাষ্ট্রে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দক্ষ জনশক্তি তৈরির জন্য শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন জরুরি। এছাড়াও ৫৯ বছর বয়স একজন নাগরিকের রাষ্ট্রকে দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অথচ এ বয়সেই চাকরিজীবীদের বাধ্যতামূলক অবসরে যেতে হয়।’

অনুষ্ঠানে তরুণ অংশগ্রহণকারীরা নিজেদের ভাবনা তুলে ধরেন। পরে বিচারকরা মূল্যায়নের মাধ্যমে চারজনকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এএইচ