বিগত সময়ে শিক্ষিত মানুষ অর্থ পাচার করেছে: নুরুল ইসলাম সাদ্দাম

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম
রাজনীতি
0

বিগত সময়ে শিক্ষিত মানুষ অর্থ পাচার করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জাতীয় পর্যায়ে সদস্য ও সাথী পাঠ মূল্যায়ন পরীক্ষা-২০২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ছাত্রশিবিরের নতুন সাথীদেরকে জ্ঞানী হতে হবে।’

আরও পড়ুন:

দুর্নীতি রোধে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শিবিরের সেক্রেটারি জেনারেল জানান, দুর্নীতি অপরাধ অনিয়মের সঙ্গে সরকারের নানা দপ্তরগুলো জড়িয়ে আছে।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শীর্ষ নেতারা, কেন্দ্রীয় শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদসহ আরও অনেকে।

এসএস