রুমিন ফারহানা বলেন, ‘ইনশাল্লাহ সবার দোয়ায় আমি নির্বাচন করবো। আগামীকাল অথবা পরশু মনোনয়ন ফরম কিনবো। এত বড় দল (বিএনপি) তাদের নিজস্ব ভালো-মন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে! দল বাধ্য হয়ে আসন দিয়েছে।’
আরও পড়ুন:
স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কি না- জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ‘যদি ব্যবস্থা নিতে হয় ওনারা নিশ্চয়ই নেবেন। আমি তো আসলে বাধা দিতে পারব না।’
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বিগত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি তাদের শরিক দলের জন্য আসনটি ছেড়ে দেয়।





