নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সংবাদের চিফ রিপোর্টার সালাম জুবায়ের, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম-সম্পাদক আহসান সাদিক শাওন, সাংবাদিক আব্দুল আলীম।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, ‘প্রথম আলো ডেইলি স্টারের ওপর হামলা প্রমাণ করে আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি। যারা আগুন দিয়েছে, তারা সাংবাদিকদের পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে। তারা অপরাধী, অপরাধী হিসেবেই তাদের বিচারের মুখোমুখি করতে হবে।’
আরও পড়ুন:
সভাপতির বক্তব্যে হালিম আজাদ বলেন, ‘বাংলাদেশের শীর্ষ দুটি পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারের ভবন পুড়িয়ে দেয়া হয়েছে। একইসঙ্গে আমাদের সংস্কৃতি অঙ্গনের শীর্ষ প্রতিষ্ঠান ছায়ানটের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা মত প্রকাশের স্বাধীনতায় তো বিশ্বাস করেই না বরং তারা মত প্রকাশকে দমিয়ে দিতে চায়।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নিউ এইজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন, এনটিভির প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোশিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত, এখন টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতি শিপলু, মোহনা টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আজমীর ইসলাম, দেশ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন, খোলা কাগজের জেলা প্রতিনিধি মোহাম্মদ নেয়ামত উল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।





