নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ অস্বস্তিকর: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী
রাজনীতি
2

আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণকে অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ (শনিবার, ৩ জানুয়ারি) ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে থেকে বের হয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা করি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে আমাদের কিছু অস্বস্তির জায়গা রয়েছে। আজকে আমরা দেখলাম জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। সারা বাংলাদেশে জাতীয় পার্টি প্রার্থী দিচ্ছে এটা আমাদের একটা অস্বস্তির জায়গা রয়েছে। পাশাপাশি আমরা ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে যে ধরনের ব্যবস্থাগুলো দেখেছি, আমলাতান্ত্রিক জটিলতা দেখেছিলাম সেগুলোও আমরা দেখেছি।’

আরও পড়ুন:

এ সময় নির্বাচনকালীন নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। গণমাধ্যমকে তিনি বলেন, বিভিন্ন জায়গায় প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে।

ঢাকা ৮ আসন থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এদিন, ঢাকা ৬ আসনে বিএনপির ইশরাক ও জামায়াতের ড. আব্দুল মান্নানসহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকার ২০টি আসনের যাচাই বাছাই হচ্ছে তিনটি ভাগে। ১৩ আসন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৫ টি ডিসি অফিস এবং দুটি নির্বাচন কমিশনে।

ঢাকার ২০টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন মোট ২৪৮ জন। আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই যাচাই বাছাই চলবে বিকেল ৪ টা পর্যন্ত সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।

ইএ