বিসিবির ভুলেই নারী ক্রিকেটারদের বেতন বিলম্বে

এখন মাঠে
0

দেশের পুরুষ ক্রিকেটারের চেয়ে নারীদের পারফরম্যান্স কোনো অংশেই কম নয়। বরং অনেকক্ষেত্রে পুরুষের থেকে এগিয়ে নারীরা। বৈশ্বিক আসরতো বটেই ঘরের মাটিতেও কম যান না দেশের প্রমিলা ক্রিকেটাররা। এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট আর ধারাবাহিকভাবে ভারত-পাকিস্তান সিরিজে নিজেদের অনবদ্য পারফরম্যান্সে ক্রিকেটপ্রেমীদের মাত করাতো আছেই।

সেই অর্থে নারীদের বেতন খুবই কম। তবে চলতি জুনে প্রমিলা ক্রিকেটারদের বেতন ২০ শতাংশ বাড়িয়েছে বিসিবি। হতাশাজনক হলেও এখন পর্যন্ত বাড়ানো বেতনের কোনো অংশই পাননি নারী ক্রিকেটাররা। তবে দেরিতে হলেও নিজেদের ভুল স্বীকার করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি বলেন, 'বোর্ডে উপস্থাপনের পর একাউণ্টসে পাঠানোর কথা ছিল; যেভাবেই হোক সেটি যায়নি। আর এই দায় আমাদেরকেই নিতে হবে।'

নারীদের বেতন নিয়ে এমন অবহেলা করা মোটেই ক্রিকেটের জন্য ভালো নয়, এমনটা হওয়াও উচিত নয় বলে মনে করেন সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি।

সাবেক এই ক্রিকেটার বলেন, মেয়েরা অবশ্যই ভালো খেলছে। তবে খেলা ভালো-খারাপের সঙ্গে বেতনের কোনো সম্পর্ক নেই। মাসের বেতন মাসে পাওয়া সবার জন্যই ভালো। আশা করি, বিসিবি এটি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।'

নারীদের বেতন না হলেও পারফরম্যান্সের দিক দিয়ে কম যাচ্ছেন না নারী ক্রিকেটাররা। বরং প্রতিপক্ষকে দাপটের সঙ্গে মোকাবিলা করছেন ঘরের মাঠে। ভারতের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ ড্র করায় প্রাইজমানি ৩৫ লাখ টাকা পেলেও এবার পাকিস্তানের বিপক্ষে দুই ফরম্যাটে সিরিজ জিতে ১০ লাখ কমিয়ে বিসিবি প্রাইজমানি ঘোষণা করেছে ২৫ লাখ টাকা।

শফিউল আলম চৌধুরী নাদেল আরও বলেন, 'তাদের (নারীদের) বেতনের সাথে ঘোষণা করা প্রাইজমানি দিয়ে দেয়া হবে। মেয়েরা তাদের যোগ্যতা দিয়ে এগিয়ে যাচ্ছে। তবে এখনই ছেলেদের সমান বেতন বেশিই প্রত্যাশা হয়ে যাবে।'

এছাড়াও জেসি বলেন,'পাকিস্তানের সাথে সিরিজ জিতলে হয়তো ১ লাখ টাকা করে বোনাস পাচ্ছে। তবে সবাই আরও বেশি আশা করে।'

নারীদের ক্রিকেটে বেতন অনিয়মিত, স্পন্সর নেই, প্রাইজমানি কম । তবে এতকিছুর পরও পারফরম্যান্সে চাই শতভাগ সাফল্য। এমন হলে ভবিষ্যতে দেশের নারী ক্রিকেটের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে।

সেজু