ইন্টার মিলানকে হারিয়ে উৎসবে মেতেছে পিএসজি ভক্ত-সমর্থকরা

পিএসজি ভক্ত-সমর্থকরা
এখন মাঠে
0

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের পর ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেই সমর্থকদের উল্লাসে রীতিমতো উৎসবের নগরীতে পরিণত হয়েছে ‘সিটি অফ লাভ’ খ্যাত রাজধানী প্যারিস। পিএসজির থিমের সঙ্গে মিল রেখে লাল-নীল আলোতে সাজানো হয়েছে আইকনিক আইফেল টাওয়ার। ভক্ত-সমর্থকদের উন্মাদনা সামাল দিতে প্যারিসের রাস্তায় নামানো হয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্যকে। এসময় বিশৃঙ্খলার দায়ে পুলিশের হাতে আটকও হন দেড় শতাধিক সমর্থক।

পিএসজি সমর্থকদের উন্মাদনায় কাঁপছে গোটা প্যারিস। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা থেকে শুরু করে প্যারিসের চ্যাম্পস-এলিসি অ্যাভিনিউ পর্যন্ত। লাল-নীল ফ্লেয়ার আর ঝলমলে আতশবাজিতে সর্বত্রই প্যারিস সেইন্ট-জার্মেইয়ের জয়জয়কার সর্বত্র।

তিন বারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে ৫ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপের সবচেয়ে বড় টুর্নামেন্টে ঐতিহাসিক জয়, চ্যাম্পিয়নস লিগের প্রথম শিরোপা, তারকাবিহীন তরুণ দল নিয়ে নান্দনিক ফুটবলের উপস্থাপন- এই সব কিছু থেকে ধারণা করা যায় শনিবার (৩১ মে)) রাতের এই স্মৃতি সারাজীবন মনে রাখবেন ফরাসি ক্লাবটির সমর্থক ও ফুটবলপ্রেমীরা।

আরো পড়ুন:

শনিবার মধ্যরাতে হাজার হাজার পিএসজি সমর্থক এসে জড়ো হন প্যারিসের প্রধান সড়কগুলোতে। প্রিয় ক্লাবের জার্সি পড়ে, হাতে পতাকা নিয়ে কণ্ঠ মেলান বিজয়ের গানে। কোথাও কোথাও রাস্তা বন্ধ করে বিজয়োল্লাস করতে দেখা গেছে সমর্থকদের।

শিরোপা জয়ের পর প্যারিস সেইন্ট-জার্মেই এর থিমের সঙ্গে মিল রেখে লাল-নীল আলোয় সাজানো হয়েছে আইকনিক আইফেল টাওয়ার। সেখানে জড়ো হয়ে আতশবাজি ও ফ্লেয়ার পুড়িয়েছেন সমর্থকরা।

আরো পড়ুন:

সমর্থকদের উদযাপনের মাত্রা এতটাই ব্যাপক ছিল যে তাদের সামলাতে চ্যাম্পস-এলিসি অ্যাভিনিউতে মোতায়েন করা হয় সাড়ে ৫ হাজার পুলিশ। এসময় কয়েক দফায় পুলিশের সঙ্গে বিরোধে জড়ায় পিএসজি সমর্থকরা। আগুন ধরিয়ে দেয়া হয় প্যারিস রিং রোডে রাখা ২টি গাড়িতে। এসময় শতাধিক সমর্থককে আটক করে পুলিশ। এ ছাড়াও, দোকানপাটে হামলা ও ভাঙচুরের দায়ে আরো ৩০ জনকে নেয়া হয় পুলিশি হেফাজতে।

সেজু