প্যারিস-সেইন্ট-জার্মেই

পিএসজির জয় উদযাপনের সময় দু’জন সমর্থক নিহত, আহত ২০০
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পিএসজির এ বিজয় উদযাপনের সময় সমর্থকদের মধ্যে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ জন।

ইন্টার মিলানকে হারিয়ে উৎসবে মেতেছে পিএসজি ভক্ত-সমর্থকরা
চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের পর ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেই সমর্থকদের উল্লাসে রীতিমতো উৎসবের নগরীতে পরিণত হয়েছে ‘সিটি অফ লাভ’ খ্যাত রাজধানী প্যারিস। পিএসজির থিমের সঙ্গে মিল রেখে লাল-নীল আলোতে সাজানো হয়েছে আইকনিক আইফেল টাওয়ার। ভক্ত-সমর্থকদের উন্মাদনা সামাল দিতে প্যারিসের রাস্তায় নামানো হয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্যকে। এসময় বিশৃঙ্খলার দায়ে পুলিশের হাতে আটকও হন দেড় শতাধিক সমর্থক।