ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ অ্যাতলেটিকো

বোটাফোগো ও অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচের একটি মুহূর্ত
এখন মাঠে
0

বোটাফোগোকে ১-০ গোলে হারালেও কপাল পুড়েছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের। গোল ব্যবধানে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল সিমিওনের দল।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার রোজ বোলে ম্যাচের ৮৭ মিনিটে অ্যাতলেটিকোর হয়ে জয়সূচক গোল করেন গ্রিজম্যান। কিন্তু পিএসজি ও বোটাফোগোর সমান পয়েন্ট তুলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। পয়েন্ট সমান হলেও পিএসজির কাছে ৪-০ গোলের কাল হয়েছে সিমিওনের শিষ্যদের।

গ্রুপ পর্বে অ্যাতলেটিকো প্রতিপক্ষকে ৪ গোল দেয়ার বিপরীতে হজম করেছে ৫ গোল। অন্যদিকে বোটাফোগো ৩ গোলের বিপরীতে গোল খেয়েছে ২টি। দুই গোলের ব্যবধানে তাই অ্যাতলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো।

এএইচ