সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরুতেই বাংলাদেশের ওপেনারদের চেপে ধরেন আসিথা ফার্নান্দো ও ভিশ্ব ফার্নান্দো। ১০ বলে শূন্য করে আউট হন এনামুল।
অধিনায়ক ধানাঞ্জায়ার প্রথম বলে বাজে শটে ২১ রানে আউট হন মুমিনুল হক। ভিশ্ব ফার্নান্দোর স্টাম্পের বাইরের বলে ৮ রানে ক্যাচ আউট হন অধিনায়ক শান্ত।
এরপর ৪৬ রানে স্লিপে ক্যাচ দিয়ে উইকেট বিলিয়ে দেন এ দিন দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক সাদমান ইসলাম। ৭৬ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়েন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।
তবে দু’জনই জীবন পেলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ৩৪ রানে লিটনকে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পান অভিষিক্ত স্পিনিং অলরাউন্ডার সোনাল দিনুশা।
এরপর ৩৫ রান করা মুশফিককেও সাজঘরে ফেরান তিনি। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান ৩৭ রান যোগ করার পর ফিরে যান মিরাজ। তিনি স্লিপে ধরা পড়েন ৩১ রান করে। শেষ বিকেলে দুর্দান্ত ডেলিভারিতে ২৫ রান করা নাইমকে বোল্ড করেন আসিথা।