বিপিএলের দ্বাদশ আসরে প্রতিনিধিত্ব করতে পারে নোয়াখালী

বিপিএল ট্রফি
এখন মাঠে
0

বিপিএলের দ্বাদশ আসরে প্রতিনিধিত্ব করতে পারে নোয়াখালী। শায়ান্স গ্রুপের ম্যানেজিং পার্টনার আহমেদ জামিল বিসিবির কাছে 'নোয়াখালী রয়্যালস' নামে দল কেনার প্রস্তাবনা দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজিটি কিনতে বিপিএলে গভর্নিং কাউন্সিলের কাছে আবেদন করেছে দলটির মালিক পক্ষ।

জানা গেছে শায়ান্স গ্রুপের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী আহমেদ জামিল বাদল রয়েছেন কর্নধার হিসেবে।

আরো পড়ুন:

তার গ্রামের বাড়ি নোয়াখালির চাটখিলে। এ প্রতিষ্ঠানটি লন্ডনের ডিস্ট্রিক্ট কাপে নোয়াখালি দলেরও পৃষ্ঠপোষক। বিসিবির বৈঠকে আজ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।

সেজু