বিপিএলের দ্বাদশ আসরে প্রতিনিধিত্ব করতে পারে নোয়াখালী। শায়ান্স গ্রুপের ম্যানেজিং পার্টনার আহমেদ জামিল বিসিবির কাছে 'নোয়াখালী রয়্যালস' নামে দল কেনার প্রস্তাবনা দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজিটি কিনতে বিপিএলে গভর্নিং কাউন্সিলের কাছে আবেদন করেছে দলটির মালিক পক্ষ।