এই ধারাবাহিকতায় ম্যাচের তিন মিনিটে জার্মান কানোর গোলে লিড নেয় তারা। একের পর এক আক্রমণে ইন্টার ডিফেন্সকে ব্যস্ত রাখে ফ্লুমিনেন্স স্ট্রাইকাররা।
১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফ্লুমিনেন্স। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে আক্রমণ পালটা আক্রমণে খেলা চললেও গোলের দেখা পাচ্ছিলো না দুই দল।
ম্যাচের অন্তিম মুহূর্তে ৯৩ মিনিটে ফ্লুমিনেন্সের হয়ে জয়সূচক গোল করেন হারকিউলিস। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সৌদি ক্লাব আল হিলাল।