১৮ পয়েন্টে এগিয়ে থেকে স্বদেশী জো রুটকে পেছনে ফেলেছেন তিনি। ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ঐতিহাসিক দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কল্যাণে একলাফে ১৫ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৮০৭ রেটিং পয়েন্ট নিয়ে ৬ এ উঠে এসেছেন।
র্যাংকিংয়ে তৃতীয় স্থানে আছেন কিউই ব্যাটার কেইন উইলিয়ামসন। চারে আছেন ভারতীয় ওপেনার যশ্বসী জায়স্বাল। এছাড়া ১৮৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ১৬ থেকে ১০ নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ড উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ।