তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগে জিডি

তাসকিন আহমেদ ও জিডির কপি
এখন মাঠে
5

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার শৈশববন্ধু সিফাতুর রহমান সৌরভ। অভিযোগে বলা হয়েছে, গতকাল (রোববার, ২৭ জুলাই) রাতে মিরপুরে সনি সিনেমা হলের সামনে ফোনে ডেকে নিয়ে সৌরভকে মারধর ও হুমকি দেন তাসকিন।

ঘটনার পর রাতেই ভুক্তভোগী মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘তাসকিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

অভিযোগ অনুযায়ী, তাসকিন সৌরভকে ফোনে ডেকে নেন এবং সাক্ষাতের পর কিল-ঘুষি মারেন। এতে সৌরভ আহত হন। থানার একটি সূত্র জানায়, তাদের মধ্যে আগে থেকে বন্ধুত্বের সম্পর্ক ছিল।

তাসকিনের বিরুদ্ধে থানায় করা জিডির কপি | ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে তাসকিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিলেন। ২৪ জুলাই সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার পর আপাতত তিনি খেলার বাইরে রয়েছেন।

এনএইচ