এ বছর প্রচারমূলক সফরের অংশ হিসেবে ভারত সফরে আসবেন মেসি। গুঞ্জনটি সত্যি হলে এটি হবে ভারতের ক্রীড়া ইতিহাসে বিরল এক ঘটনা।
আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে আসতে পারেন মেসি। সফরে তার নয়াদিল্লি এবং কলকাতা যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে ১৪ ডিসেম্বর মেসি ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন।
সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা পুরো সূচি প্রকাশ করবেন বলে জানিয়েছে। ৩৮ বছর বয়সী মেসির ১৪ বছর পর ভারতে আসছেন।
এর আগে ২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি।